Mamata Banerjee At Pailan: \'নাদুস-নুদুস, ফাটুস-ফুটুস চেহারা নিয়ে আমার সঙ্গে লড়াই করতে পারবে না\'

2021-02-19 3

নামখানায় অমিত শাহের জনসভার কয়েক ঘণ্টা পেরোতেই পৈলানে (Pailan) জনসমাবেশে স্বারাষ্ট্রমন্ত্রীক জোরাল আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee)। \'পিসি-ভাইপো\' আক্রমণের পাল্টা দিলেন এদিন মমতা ব্যানার্জি। রাজ্যের মানুষ অভিষেক ব্যানার্জিকে নির্বাচিত করে সাংসদের আসনে বসিয়েছেন। \'আমি কিছুই করিনি আমার ভাইপোর জন্য\', পৈলানে দাবি মমতা ব্যানার্জির। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াইয়ের জন্য অমিত শাহকে (Amit Shah At Namkhana) সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা ব্যানার্জি। পাশাপাশি দুর্নীতির অভিযোগ তুললে যে অমিত শাহের ছেলেও এই তালিকা থেকে বাদ পড়বে না, সেটিও এদিন স্পষ্ট করেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, অমিত শাহের ছেলে কীভাবে ক্রিকেটের মাথায় উঠেছে? নিজের ছেলেকে আড়াল করে বাকিদের ভয় দেখানোর চেষ্টা করছেন, এটা কী ধরণের রাজনীতি? কী করে কোটি কোটি টাকার মালিকানা হল আপনার ছেলে? প্রশ্ন তোলেন মমতা ব্যানার্জি।